Tutorials

টিপসঃ মাউসের রাইট ক্লিকে যোগ করুন বাড়তি অপশন

অনেকেই উইন্ডোজ অপারেটিং সিস্টেমকে নিজের মত করে ব্যবহার করার জন্য টুইক বা কাস্টোমাইজ করে থাকেন। তবে অনেকে প্রোগ্রামিং জ্ঞান কম থাকায় ইচ্ছে থাকা সত্ত্বেও উইন্ডোজকে নিজের মত করে সাজাতে পারেন না। তাদের জন্য একটি মজার সফটওয়্যার আছে ‘রাইট ক্লিক এনহান্সমেন্ট’।

টিপসঃ ওয়েবসাইটের পাতাকে পিডিএফ এ রূপান্তর করুন সহজে


(প্রিয় টেক) ডু পিডিএফ রিডার দিয়ে ওয়েবসাইট থেকে সরাসরি আপনি পিডিএফ করতে পারেন। আমাদের অনেক সময় অফিস, বাসায় বা ব্যাক্তিগত কাজে কোন একটি ওয়েবসাইটের কিছু অংশ বা একটি পেজের সম্পূর্ণ তথ্য সংরক্ষনের প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা ম্যানুয়ালি তথ্য গুলো নিয়ে থাকি।

নিজেই একই কম্পিউটার এর একাধিক ইউজারকে কন্ট্রোল করুন

এটা আমার প্রথম টিউন টেক প্রিয়তে তাই আগেই বলে নেই কোন ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং প্রিয় টেককে অনেক অনেক ধন্যবাদ যেখান থেকে আমি অনেক কিছু শিখতে পারছি। আর কথা না বাড়িয়ে আসুন মূল টিউনে আসা যাক।

করাপ্টেড উইনরার(winRAR) ফাইল রিপিয়ার করুন

 আমরা অনেক সময় প্রয়োজনে ফাইল এর সিকিউরিটির জন্য কোন ফাইলকে জিপ, রার ফরমেটে সেভ করে থাকি। অনেক সময় কারো পাঠানো ফাইল খুলতে গিয়ে দেখা যায় ফাইলটি করাপ্টেড হয়ে গেছে এমন একটি ম্যাসেজ দেয়।