Follow Bengali

section: Arif Mollaভারত সরকারের কর্পোরেট মন্ত্রকের কাছ থেকে সাম্প্রতিককালে রেজিস্ট্রেশন পাওয়া কোম্পানীগুলির কর্পোরেট আইডেন্টিটি নম্বর থেকে স্পষ্ট যে(e.g: U74999WB2012PLC180907),
Idea
Aircel
Airtel

Arif Molla



By using overflow-x, we can create scroll bars when the contents of this div are wider than the container. By setting this paragraph to 250 percent, it is 250 percent wider than the parent container - forcing an overflow.

This site is made only for idea bihar processs onlyKOchar Infotech ® bithari
hakimpur
Centered Text>

শুক্রবার, ২৬ এপ্রিল, ২০১৩

"একলা জীবন" (Ekla Jibon:)

Ekla Jibon:





  •                                                     "একলা জীবন" 

     , "বোকার মত ঠাঁয় দাঁড়িয়ে আছে রোদ্দুরে"------বলেই হাত ধরে টেনে নিয়ে গেল বান্টি। 
    ভিড়ের মধ্যে কিছুই বলতে পারেনি ছেলেটা। মুখের দিকে শুধু চেয়ে ছিলো।
    আর বলতই বা কি, নতুন প্রেমের কাঁচা গন্ধ যে এখনও জামায়-সান্ডো গেঞ্জি থেকে মিলিয়ে যায়নি। 
    ___________সোজা সংহতি । একটু প্রেমের ছোঁয়া পাবার আশায় এখানে সবাই জোড়ায় জোড়ায় আসে।
    ঝাউ বনের ছায়ায় ধপ করে বসে পড়ল বান্টি,জল খেতে খেতে শুধু বলল...... চার টাকার টিকিটও কেটে ভেতরে বসতে পারোনি।
     ফুট ব্রীজ থেকে নামতে নামতে নামতে ভাবছিলো,অনেক কিছুই বলবে আজ। বান্টি জানত ও একটু কৃপণ। শুধু খরচের বেলায় নয়,কথাও বলে মেপে মেপে।
    গত সপ্তাহে পরিচয়... অমায়িক ব্যবহারে সেদিন মুগ্ধ হয়েছিলো বান্টি। বান্টি এখন অনেক অভিজ্ঞ ,তাই ফোন নম্বর পেতে কষ্ট হয়নি বান্টির। আর লজ্জাবোধ ?
    সে গুড়ে অনেক আগেই বালি ঢেলে দিয়েছে বান্টি।
    সেই কবে লজ্জা পেয়েছিলো _____ পাশের বাড়ির ছেলেটা-সম্পর্কে আবার কাকাবাবু, সুযোগ বুঝেই হাতিয়েছিল বান্টির সবকিছু............ , _________________পড়তে থাকুন আগামী সংখ্যায় ..

সারদা কান্ডের জের ! কিছু কথা বলার সুযোগ !



    "সারদা কান্ড !!" 

    • ভারত সরকারের কর্পোরেট মন্ত্রকের কাছ থেকে সাম্প্রতিককালে রেজিস্ট্রেশন পাওয়া কোম্পানীগুলির কর্পোরেট আইডেন্টিটি নম্বর থেকে স্পষ্ট যে(e.g: U74999WB2012PLC180907),
      শুধুমাত্র পশ্চিমবঙ্গে পাবলিক লিমিটেড কোম্পানীর সংখ্যাটা কত ?...2013 তে যা দুই লক্ষাধিক বলে জানা গেছে। এদের মধ্যে ষাট শতাংশেরও বেশী কোম্পান মার্কেটিং এর নামে পাবলিক ডিপোজিট স্কীমে কোটি কোটি টাকা শুধুমাত্র ফেরৎ-লাভের আশা দেখিয়ে তুলছে তাই নয় আত্মসাৎ ও করছে...।
       পশ্চিমবঙ্গে শিল্প নেই...অতএব আমরা শিল্প করবো-আমাদের কাছে টাকা রাখুন-এটাই পাবলিকের উদ্দেশ্যে তাদের অন্যতম প্রধান টোপ...। অধিকাংশ কোম্পানীই এখন রোলিং এর উপর শ্বাস নিচ্ছে... যার অর্থ দাঁড়ায় ...রামের কাছ থেকে নিয়ে শ্যামকে দাও--নতুন গ্রাহক যদুর কাছ থেকে আবার ওটাই রামকে ফিরিয়ে দাও...। কিন্তু মাঝখানে যে জলটুকু গড়িয়ে যায়...তার হিসেব মেলানোর ক্ষমতা শেষমেশ আর কোনও কর্ণধারের আওতায় থাকে না...।
      গ্রাহকের-ডিভিডেন্ট,এজেন্টদের-দালালি,বিজ্ঞাপন-কর্মচারীদের-বেতন,ডাইরেক্টরদের বিলাসবহুল গাড়ী-বাড়ী,আরো কত কি লুক্কায়িত সেলামী..এছাড়াও.রেজিস্ট্রেশন ফি---আই টি আর ফাইল--থেকে সেলিব্রেটি স্টারেদের গল্প...সবকিছু মিলিয়ে একটা নাটক,যে নাটকের ক্লাইম্যাক্স এই সারদা কে দিয়ে শুরু হল বলে আশা করা যায়...শেষ কোথায় জানা নেই...।
       শুনেছি জাতীয় বিপর্যয় মোকাবিলায় সরকারী সহায়তা পাওয়া যায়। কিন্তু অদূর ভবিষ্যতে বিভিন্ন কোম্পানীর এহেন বিপর্যয়ে লক্ষ লক্ষ কোটি টাকার সরকারী সাহায্য অলীক ভাবনা...।বিশেষ করে যে রাজ্যে...সরকারী কর্মচারীদের বেতন দিনের পর দিন বিলম্বিত,শিল্প তো নেই বললেই চলে-কর্মসংস্থান নেই-আয় নেই -ব্যয়ের আয়তন বেড়েই চলেছে---সেই সাথে মুল্যবৃদ্ধি!!!!!!________________________________________প্রতিকার নেই,... চেয়েও লাভ হয়না বরং ক্ষতি,...এই ভেবে এজেন্ট ও গ্রাহকেরা প্রশাসনিক সাহায্য চায়না...অতি সুন্দর ভঙ্গিতে বুঝিয়ে বলা হয়...প্রচার হয়ে গেলে কেউ জমা দেবে না...আপনাকেও কোম্পানী ফেরত দেবে কিভাবে...চুপ থাকুন কিছু পাবেন...।