Ekla Jibon:
"একলা জীবন"
, "বোকার মত ঠাঁয় দাঁড়িয়ে আছে রোদ্দুরে"------বলেই হাত ধরে টেনে নিয়ে গেল বান্টি।
ভিড়ের মধ্যে কিছুই বলতে পারেনি ছেলেটা। মুখের দিকে শুধু চেয়ে ছিলো।
আর বলতই বা কি, নতুন প্রেমের কাঁচা গন্ধ যে এখনও জামায়-সান্ডো গেঞ্জি থেকে মিলিয়ে যায়নি।
___________সোজা সংহতি । একটু প্রেমের ছোঁয়া পাবার আশায় এখানে সবাই জোড়ায় জোড়ায় আসে।
ঝাউ বনের ছায়ায় ধপ করে বসে পড়ল বান্টি,জল খেতে খেতে শুধু বলল...... চার টাকার টিকিটও কেটে ভেতরে বসতে পারোনি।
ফুট ব্রীজ থেকে নামতে নামতে নামতে ভাবছিলো,অনেক কিছুই বলবে আজ। বান্টি জানত ও একটু কৃপণ। শুধু খরচের বেলায় নয়,কথাও বলে মেপে মেপে।
গত সপ্তাহে পরিচয়... অমায়িক ব্যবহারে সেদিন মুগ্ধ হয়েছিলো বান্টি। বান্টি এখন অনেক অভিজ্ঞ ,তাই ফোন নম্বর পেতে কষ্ট হয়নি বান্টির। আর লজ্জাবোধ ?
সে গুড়ে অনেক আগেই বালি ঢেলে দিয়েছে বান্টি।
সেই কবে লজ্জা পেয়েছিলো _____ পাশের বাড়ির ছেলেটা-সম্পর্কে আবার কাকাবাবু, সুযোগ বুঝেই হাতিয়েছিল বান্টির সবকিছু............ , _________________পড়তে থাকুন আগামী সংখ্যায় ..
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন