Bengali Blog
.. .A blog that belongs to Bengali Nation completely .....
Follow Bengali
section:
Centered Text>
Idea |
Aircel |
Airtel |
Arif Molla |
---|
By using overflow-x, we can create scroll bars when the contents of this div are wider than the container. By setting this paragraph to 250 percent, it is 250 percent wider than the parent container - forcing an overflow. |
This site is made only for idea bihar processs onlyKOchar Infotech ® | bithari hakimpur |
---|
শনিবার, ২৮ মার্চ, ২০১৫
MAHABUB AL BURHAN: আরিফের জন্য
MAHABUB AL BURHAN: আরিফের জন্য: *★********************************★* মুহুর্তরা সত্যিই শব্দহীন -- শিশিরের মত নিঃশব্দে এগিয়ে যায় প্রখর সূর্যের মুখোমুখি ইপ্সিত মৃত্যুকে আলিঙ্...
রবিবার, ১৪ জুলাই, ২০১৩
বুধবার, ৩ জুলাই, ২০১৩
URGENT HIRING BPO JOB at VODAFONE IDEA AIRCEL RELIANCE
মঙ্গলবার, ২১ মে, ২০১৩
ছোটো গল্প
হাঁসুয়া হাতে রবিন ছুটেছে!...
দাদাকে ঘিরে রেখেছে ওরা নয়ানজুলির পটল ক্ষেতে... পাড়াশুদ্ধ সবাই দেখছে --
হাঁসুয়া হাতে রবিন ছুটেছে!
শান্ত শিষ্ট একটা নিষ্পাপ ছেলে কসাইয়ের মত উন্মাদ দেখাচ্ছিলো এক মূহূর্তে।
তবু আকাঙ্খিত ভাবেই কসাই হয়ে ওঠেনি সেদিনের রবিন। বিশ হাত দূরেই হাঁসুয়া ফেলে ওদের দু'পা জড়িয়ে ধরে বলেছিলো "আমার দাদাকে মেরোনা"।
পুকুরপাড়ে নুইয়ে পড়া কলাগাছে কোপ বসাতে বসাতে দাদার আর্ত চিৎকার শুনেছিলো সে।
ললিত বুড়োর যত গর্ব তার এই ছোটো ছেলেকে নিয়ে------
প্রশংসায় মুখ উঁচু করে বেড়ায় সর্বদা। সাত চড়েও কভু একটা বাজে কথা বলেনা রবিন। বরং ললিত বুড়োকে সবাই নিন্দে করত।
গ্রামের স্কুল ছেড়েছে-কলেজ পাশ করেছে-তবু একটা সাইকেল কিনে দেয়নি।
-আট আনা দিত ডাল-বুট"খেতে। সুযোগ পেলে সেটাও আবার বাসস্ট্যান্ডের ভিখারীকে দিয়ে আসতো রবিন।
ছোটোবেলায় হ্যারিকেন আলোর ছ্যাঁকা খেয়ে পুড়েছিল বুক ও পেটের মাঝখানের চামড়া!
অর্ধমৃত রবিন বেঁচেছিল যদিও সেদিন-ত্বকের সৌন্দর্য্য কিন্তু অবশিষ্ট ছিলোনা।
ছেলেকে অনেক বেশী বেশী খাটিয়ে নিত ললিতবুড়ো। আখের মিল -ধানকল-এমনকি রিক্সা চালিয়েও হাটে সবজি বেঁচতে আসত রবিন।
ললিতবুড়ো অবশ্য অন্য যুক্তি দেখাত-দূর্ঘটনার কোনো শারিরীক প্রতিবন্ধকতা থেকে গেলো কিনা কাজের মধ্য দিয়ে সে রবিন কে কড়ায়-গন্ডায় বুঝে নিতে চাইত।
রোগা-পাতলা গড়ন,সুশ্রী এবং চেহারার রবিন সর্বদা গেঞ্জী-জামার আড়ালে ঢেকে রাখতে চাইত কলঙ্কের মত ভয়ঙ্কর পোড়া দাগটি।
.................................এরপর পড়তে থাকুন আগামী সংখ্যায়।
বৃহস্পতিবার, ১৬ মে, ২০১৩
Keno Parul Bon DakoreKeno
Keno Parul Bon Dakore Subhash Mukherjee www.bengaliblogs.blogspot.com |
শুক্রবার, ২৬ এপ্রিল, ২০১৩
"একলা জীবন" (Ekla Jibon:)
Ekla Jibon:
"একলা জীবন"
, "বোকার মত ঠাঁয় দাঁড়িয়ে আছে রোদ্দুরে"------বলেই হাত ধরে টেনে নিয়ে গেল বান্টি।
ভিড়ের মধ্যে কিছুই বলতে পারেনি ছেলেটা। মুখের দিকে শুধু চেয়ে ছিলো।
আর বলতই বা কি, নতুন প্রেমের কাঁচা গন্ধ যে এখনও জামায়-সান্ডো গেঞ্জি থেকে মিলিয়ে যায়নি।
___________সোজা সংহতি । একটু প্রেমের ছোঁয়া পাবার আশায় এখানে সবাই জোড়ায় জোড়ায় আসে।
ঝাউ বনের ছায়ায় ধপ করে বসে পড়ল বান্টি,জল খেতে খেতে শুধু বলল...... চার টাকার টিকিটও কেটে ভেতরে বসতে পারোনি।
ফুট ব্রীজ থেকে নামতে নামতে নামতে ভাবছিলো,অনেক কিছুই বলবে আজ। বান্টি জানত ও একটু কৃপণ। শুধু খরচের বেলায় নয়,কথাও বলে মেপে মেপে।
গত সপ্তাহে পরিচয়... অমায়িক ব্যবহারে সেদিন মুগ্ধ হয়েছিলো বান্টি। বান্টি এখন অনেক অভিজ্ঞ ,তাই ফোন নম্বর পেতে কষ্ট হয়নি বান্টির। আর লজ্জাবোধ ?
সে গুড়ে অনেক আগেই বালি ঢেলে দিয়েছে বান্টি।
সেই কবে লজ্জা পেয়েছিলো _____ পাশের বাড়ির ছেলেটা-সম্পর্কে আবার কাকাবাবু, সুযোগ বুঝেই হাতিয়েছিল বান্টির সবকিছু............ , _________________পড়তে থাকুন আগামী সংখ্যায় ..
সারদা কান্ডের জের ! কিছু কথা বলার সুযোগ !
"সারদা কান্ড !!"
- ভারত সরকারের কর্পোরেট মন্ত্রকের কাছ থেকে সাম্প্রতিককালে রেজিস্ট্রেশন পাওয়া কোম্পানীগুলির কর্পোরেট আইডেন্টিটি নম্বর থেকে স্পষ্ট যে(e.g: U74999WB2012PLC180907),শুধুমাত্র পশ্চিমবঙ্গে পাবলিক লিমিটেড কোম্পানীর সংখ্যাটা কত ?...2013 তে যা দুই লক্ষাধিক বলে জানা গেছে। এদের মধ্যে ষাট শতাংশেরও বেশী কোম্পান মার্কেটিং এর নামে পাবলিক ডিপোজিট স্কীমে কোটি কোটি টাকা শুধুমাত্র ফেরৎ-লাভের আশা দেখিয়ে তুলছে তাই নয় আত্মসাৎ ও করছে...।পশ্চিমবঙ্গে শিল্প নেই...অতএব আমরা শিল্প করবো-আমাদের কাছে টাকা রাখুন-এটাই পাবলিকের উদ্দেশ্যে তাদের অন্যতম প্রধান টোপ...। অধিকাংশ কোম্পানীই এখন রোলিং এর উপর শ্বাস নিচ্ছে... যার অর্থ দাঁড়ায় ...রামের কাছ থেকে নিয়ে শ্যামকে দাও--নতুন গ্রাহক যদুর কাছ থেকে আবার ওটাই রামকে ফিরিয়ে দাও...। কিন্তু মাঝখানে যে জলটুকু গড়িয়ে যায়...তার হিসেব মেলানোর ক্ষমতা শেষমেশ আর কোনও কর্ণধারের আওতায় থাকে না...।গ্রাহকের-ডিভিডেন্ট,এজেন্টদের-দালালি,বিজ্ঞাপন-কর্মচারীদের-বেতন,ডাইরেক্টরদের বিলাসবহুল গাড়ী-বাড়ী,আরো কত কি লুক্কায়িত সেলামী..এছাড়াও.রেজিস্ট্রেশন ফি---আই টি আর ফাইল--থেকে সেলিব্রেটি স্টারেদের গল্প...সবকিছু মিলিয়ে একটা নাটক,যে নাটকের ক্লাইম্যাক্স এই সারদা কে দিয়ে শুরু হল বলে আশা করা যায়...শেষ কোথায় জানা নেই...।শুনেছি জাতীয় বিপর্যয় মোকাবিলায় সরকারী সহায়তা পাওয়া যায়। কিন্তু অদূর ভবিষ্যতে বিভিন্ন কোম্পানীর এহেন বিপর্যয়ে লক্ষ লক্ষ কোটি টাকার সরকারী সাহায্য অলীক ভাবনা...।বিশেষ করে যে রাজ্যে...সরকারী কর্মচারীদের বেতন দিনের পর দিন বিলম্বিত,শিল্প তো নেই বললেই চলে-কর্মসংস্থান নেই-আয় নেই -ব্যয়ের আয়তন বেড়েই চলেছে---সেই সাথে মুল্যবৃদ্ধি!!!!!!________________________________________প্রতিকার নেই,... চেয়েও লাভ হয়না বরং ক্ষতি,...এই ভেবে এজেন্ট ও গ্রাহকেরা প্রশাসনিক সাহায্য চায়না...অতি সুন্দর ভঙ্গিতে বুঝিয়ে বলা হয়...প্রচার হয়ে গেলে কেউ জমা দেবে না...আপনাকেও কোম্পানী ফেরত দেবে কিভাবে...চুপ থাকুন কিছু পাবেন...।
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০১৩
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)